সোনার নূপুর - সত্যি ঘটনার অবলম্বনে গল্প
আমার বয়স যখন চৌদ্দ বছর ঠিক তখন আমার প্রথম শখ হয় বিয়ে করার। গ্রামের একই স্কুলের দুই বছরের জুনিয়র একজন বারো বছরের মেয়েকে আমার ভালোও লাগলো। ফর্সা, কোঁকড়া চুল, খাড়া নাক, গোলাপি ঠোঁট শুধু সামনের একটি দাঁত ছিল উঁচু। কিন্তু সে বেশ চমৎকার দেখতে ! আমার ভালো লাগার কথা আমি আমার প্রিয় বন্ধু মেহেদী ছাড়া আর কাউকে জানালাম না। মেহেদীর কথা মতো মেয়েটির ইসলাম শিক্ষা বইতে আমি একদিন একটি চিরকুটে লিখে দিলাম, “আমি একটি পাপ করে ফেলেছি। তোমায় ভালোবেসে ফেলেছি। এখন পাপ কাটিয়ে তোমাকে বিবাহ করতে চাই।”
আরও পড়ুন »লেবেলসমূহ: গল্প